একটা ভানময় মানচিত্র রেশম লতা

একটা ভানময় মানচিত্র
রেশম লতা

ও ন্যাভাই, একটা গান ধইরা মানচিত্র বানাইতে পারবা?
আমগো গর্ভবতী মানচিত্র কেমন জারজ জারজ লাগে
বিনিময়ে তুমি কি চাও ন্যাভাই?
আর যদি টাকা হয় তবে একটা সাগরের জল কিনে নিব; ছুটি দিব বিশ্বচোখের সব জল__
জীবনকে আর টুটি চাইপা ধরব না
যদি মরে সময় ধড়ফড়িয়ে তবে মরুগ্গে
জম্পেশ স্যাম্পেইন হউক বেয়াই বাড়ির বস্তিত
তামাম পৃথিবীর তাবৎ বিদ্যুৎ ওখান থেকেই উৎপন্ন হউক। লতাবু, ধরাইয়া দেও আলো ওই চটের মাচা থেইকে।

শুনলাম, কেনুদাগো চালে আর কাক আহে না
ওরা এখন জ্যাতা মাইনষের বেওয়ারিশ চোউক, কান, নাক, আর কালা ঠোঁট খায়।
রামুনেতা আইল ধইরা যখন হাঁটে
তখন গনেশরা হাঁটু জলে নাইমা ঢোক গিলে___
এক ঢোক…. দুই ঢোক…. তিন ঢোক….
ওদের কলাছুঁলা রাজনীতি আর ভালো লাগে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *