বিভাগ-গল্প। #শিরোনাম-এখানে শিউলি ঝরেনা। # কলমে-ছন্দা চট্টোপাধ্যায়।

বিভাগ-গল্প।
#শিরোনাম-এখানে শিউলি ঝরেনা।
# কলমে-ছন্দা চট্টোপাধ্যায়।

-“এখানে আশ্বিনের সোনা রোদের গান শুরু হয় বিউগল আর প্যারেড দিয়ে।এবার দুর্গাপুজোয় বাড়ি যেতে পারবোনা। সীমান্তে অতন্দ্র প্রহরার কাজে সদা সতর্ক থাকতে হয় আমাদের।ভারতমাতার পুজারি আমরা।আমাদের পরনের এই জলপাই রঙের জংলা ছাপের পোষাক‌ই মাতৃ আরাধনার পুরোহিতের পট্টবস্ত্র।পশু বলিদানে আমরা বিশ্বাসী ন‌ই।কিন্তু বিপন্ন দেশমাতৃকার রক্ষা কল্পে প্রতিটি সেনার আত্মোৎসর্গ তো করাই থাকে। আর হানাদারদের রক্তে সীমান্ত ধুয়ে দিতে আমরা পিছুপা হ‌ইনা গৌরি।তোমরা সবাই পুজোয় খুব আনন্দ করো।”- টপাটপ টাইপ করে শৌনক পোষ্ট করে দেয় গৌরিকে। তারপর অধীর আগ্রহে তাকিয়ে থাকে মোবাইল দিকে। স্ক্রিনে ফুটে উঠছে”গৌরি ইজ্ টাইপিং “।এখন কোন সৈন্যের স্ত্রীকে প্রতীক্ষায় বসেথাকতে হয় না স্বামীর চিঠির জন্য, মাকে পথের দিকে তাকিয়ে থাকতে হয় না ডাকপিওনের অপেক্ষায়। গৌরির মেসেজ ঢোকে-” আমরা ঠিক‌ই আছি। বর্ডারে তো প্রচন্ড ঠাণ্ডা।মা খুব চিন্তা করেন তোমার জন্য। বাবা তো কর্ণেল ছিলেন। বললেন-“বৌমা,আমরা নিয়মিত শরীরচর্চা, শৃঙ্খলা অনুশীলন করেছি।তোমার শাশুড়িমাকে বোঝাও ঐ সব সস্তা সেন্টিমেন্ট একটা মিলিটারি ফ্যামিলিকে মানায় না।”- -“শৌনক,মিলিটারি মানে কী অনুভূতিহীন?এবার পুজোয় তুমি আসবেনা;আমি কতো প্ল্যান করেছিলাম,পাড়ার ক্লাব থেকে শুরু করে সব ঠাকুর দেখতে যাব।বাবা বলেছেন আমার মা-বাবাকেও ডেকে নেবেন।সবাই মিলে আনন্দ করবো।সব ভেস্তে গেলো।”-

গৌরির ফোন বেজে ওঠে, -“গৌরি,এতো টাইপ করতে পারছিনা।শোনো আমার প্ল্যান।সারাদিন ব্যাস্ত থেকো। দুস্থ বাচ্চাদের জন্য পোষাক ও খাবার বিতরণ কোরো।”- গৌরি বলে -“সব প্রস্তুতি নেয়া হয়ে গেছে। শুধু তুমি থাকবেনা, সে শূন্যতা কে ভরাবে?”- -“কিচ্ছু শূন্য হয়না গৌরি।বাবার মতো আমিও বলছি,নেভার বি সেন্টিমেন্টাল। বাস্তব চরম কঠিন। আমার একমাত্র সেন্টিমেন্ট আমার দেশ। সম্মান আমার মা-বাবা।আর ভালোবাসা? আমি মিলিটারি ম্যান।সততার সঙ্গে বলছি, ভালোবাসি একমাত্র আমার গৌরিকে। মিস করবো তোমাকে মেমসাহেব।”- গৌরির ভিজে গলা শোনে শৌনক -“কবে আবার কথা হবে?”- -“ফোনে কথা হবে।প্রতি রাত বারোটা থেকে সকাল ছটা।এটাই আমাদের প্ল্যানিং। যদিও এইভাবে কথা বলার জন্য স্পেশাল পারমিশন নিতে হয়। আমি চেষ্টা করছি, কেমন?”- ছোট্ট একটা মিষ্টি চুমুর শব্দ ভেসে আসে। গৌরিও একটা চুমু দিয়ে চোখের জল মুছে মোবাইলটাকে বুকে জড়িয়ে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *