কবিতা- শুদ্ধিকরণ ✒️ কৃষ্ণা রায়

কবিতা- শুদ্ধিকরণ
কৃষ্ণা রায়
————-
শুদ্ধিকরণ
————–
দহনবেলায়
একরাশ অন্ধকার নিয়ে
তোমার উঠোনে এসে দাঁড়াতে
তুমি ভোরের আলো দিলে
বিষম সময়ের অবরোধ সরিয়ে
ঐশী আলো ছুঁ‌‌ইয়ে দিতেই
অন্ধকারের আনাচে কানাচে
সে আলো ছড়িয়ে গেল…
দেখি
সামুদ্রিক ঝড় শেষে
গুঞ্জনে মুখরিত ঢেউগুলো
ছুঁয়েছে বাতিস্তম্ভ
জাহাজ তখন নোঙ্গর ফেলেছে
কোলাহল হীন বন্দরে!
পরাগত আলোরেণু
নিখোঁজ হওয়া
অভিযোজনের পথ করেছে প্রসস্ত!
এখন
অন্দরমহলে স্থির হয়েছে রোদ্দুর…
কতশত ইচ্ছেরা আলপনা আঁকে
চেয়ে দেখি
হৃদকমলাসনে তুমি বসে আছ
আলো হয়ে…
যে ঋণ কখনো শোধ করা যায় না
তাকে শোধ করতে নেই
আর তাই
পড়ে থাকে পিছুটান

গড়ে তোলে ভালোবাসার স্বর্গ!
তবে
আজন্ম প্রেম ছুঁয়ে
ঋণগ্রস্ত
হৃদয়ের আলপথে নবারুণ আভায়
চন্দন আঘ্রাণে শুদ্ধ হোক তনু মন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *