কচুরিপানা ✒️✒️ রেশম লতা

কচুরিপানা
রেশম লতা

সেদিন সে রাস্তার ওপারে
আমি তুমি হাত ধইরা ঝুলন্ত ট্রেনে
দিনান্তের কচ্ছপ আইজ বাগাড়ে দিছে ডুব__
রা নাই সবজি বিক্রেতার মতো রইছে দিন
ফাঁকা আঙুলের পিথাগোরাস খুব বিচ্ছুটে—–
চলো মইরা যাই
ওই কব্বরে লই ঠাঁই
যেইনে কোনো যুদ্ধের হাঙ্গামা নাই, কিতাবের নাই উপদেশ। আছে খুব প্রেম। ওই তো কচুরিপানার প্রেমফুল।
হুনছি বম্মারা একবারও জ্বর মাপার কাঠি মাপে নাই
আমি মাপছি দেশের গোপনাঙ্গের গভীরতা
খালি পুকুর চুরি আর নর্তকীর ঢিলাঢালা নাইছ
অসহ্য, অযাচিত, অলক্ষুণে জীবন____
কই কি মাওই, ভালোবাসারে ব্যাংকের লকার থাইকা ছুটায়া দিয়েন নইলে আরেকটা সিপাহীবিদ্রোহ ঘটতে কতক্ষণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *