বাসনা চেয়েছে মুক্তি ****(অবহেলিত প্রেম)*** নর্মদা চৌধুরী
*******বাসনা চেয়েছে মুক্তি************
*******(অবহেলিত প্রেম)************
নর্মদা চৌধুরী
(পর্ব-১৪)
দৃষ্টিতে চিরন্তনী আকাশ ছোঁয়ার ইচ্ছেরা…..
ইচ্ছেমতো লাগামছাড়া।
প্রেমের প্রগাঢ় আহ্বানে তুমিও কেমন অচেনা-
শুধু নিজের কাছে!
উদাসীন হাওয়ার সাথে উড়ছে তোমার গোছালো স্বপ্ন…………
বাস্তবটা খুব কঠিন, কঠিন শব্দের সাথে তার বোঝাপড়া যেন চিরদিনের।
অবুঝ মন সংসারের হাল ফেরাতে হাল ধরতে শেখেনি আজও…………
আমরা সমাজের অদৃশ্য শিকলে বাঁধা প্রিয়তমা।
জেলখানাটা তাই খুব কাছের মনে হয়;
ঘরের ভিতর
খেলার মাঠে
অফিস ঘরে
রাস্তার ধারে
চায়ের ঠেকে
প্রায় সবখানেই তাকে অনুভব করি।
অদৃশ্য বন্ধনে আবদ্ধ জীবনভর,
শুধু আগুনের কাছে মুক্তি দু’দণ্ড।
দাউ দাউ করে জ্বলছে চিতা
যার স্পর্শ আমাকে এনে দেবে আজীবন পুড়ে ছাই হওয়ার পর মেকি পোড়ার আনন্দ।
তবুও আমি স্বপ্নে বাঁচতে চাই প্রিয়তমা!
যেখানে অন্ততো ইচ্ছেমতো বাঁচা যায়,
কারো তীর্যক দৃষ্টিতে নিজেকে
অপরাধী হতে হবে না।
নর্মদা চৌধুরী