এ কেমন তর স্বপ্ন! ***** উত্তম কুমার দাস

এ কেমন তর স্বপ্ন!

উত্তম কুমার দাস

জ্বর জ্বর …শরীর পুড়ে যাচ্ছে
মন… মন থেকে মস্তিষ্ক একটা গভীর ঘোর
পাক খাচ্ছে… চারিদিকে জ্বর শুধু জ্বর

হোসেনের পোলা ডা চাইয়্যা ছিল… তিন দিন উপবাসের পর,

রহিমাবেটির বিয়া হল গরিব বলে হোসেনেরে দাওয়াত দেয় নাই… দুর্গাপূজা আহে

আমি হারিয়ে যাচ্ছি
গভীর থেকে গভীরতায়
ঈশ্বর নিরাকার… হে আল্লাহ

তবু দেবী ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়, ফুটপাতে ,স্টেশন চত্বরে শোভাবাজার ,সুতানটিতে

আমি ঘোরের মধ্যেও সব দেখতে পাই
হে আল্লাহ … দুর্গা কোথায়
হে আল্লাহ… দুর্গা কে?

উত্তম কুমার দাস

1 thought on “এ কেমন তর স্বপ্ন! ***** উত্তম কুমার দাস

  1. Thank you for the accessible and understandable material.. At the moment if I need freelancer services for example to make a website, order seo promotion of the site, place backlinks, write texts, process images, etc. I order here https://goo.su/aO1guU . Offers start at $10.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *