এমজি একটা দুঃস্বপ্ন ****** রেশম লতা

এমজি একটা দুঃস্বপ্ন
রেশম লতা

আকাশ-মাটির মাঝে ঝুলে থাকা কলা আমার চাপামুখ খুইলে দিছে; যখন আমরা চারজন!
দু’হাজার আট, বারো, সতেরো আর বিশ
সর্বোপরি নিজ্জলা পবিত্র কলঙ্ক
কনটেন্ট ক্রিয়েটর স্টিফেন মুলার দেশের হয়ে আমাকে গায়েবী নিমন্ত্রণপত্র পাঠায়__
সেন্টপল এর উল কাহিনী এবং জর্জিয়ার তাপ নিয়ন্ত্রক আগুন_ গ্রীষ্মের উত্তপ্ত সভায় প্রেসক্রাইবড তৈরি করে।

তখন শহরের ঝুলন্ত সেতু দিয়া আমগো লরি ছুটতেই__ পরিচিত ওসি কিম, আলী, দেবুদারা পকেটে ঝাপটে ধরে আঙুল!
লতাবুর নতুন ধারার সামার সেমিনার উপভোগ্য ছিল কিন্তু ফিরতি টিকিট এমজি থামতেই সব স্বপ্ন শুকনা বাঁশের লাহান ফাইটা গেছে, ফ্যাসফাস ডেড্ডের!
বুধীতে বিড়িপোড়া দিন আর শালুক বেচা সময়
খোয়ানো আইলে সুড়কি ভাজে,
ও বাহে, আমি তো ভাজি ৮, ১২, ১৭, ২০
এক মাঘে বৃটেনের আলেস্তাজিয়ায় বিশকে বিষ ভাইবে মাইরা দেই এক প্যাক ; জাগনা অইয়া দেহি__
এমজির কব্বরখোলায় আমি লাশ, ওরা তিন দুঃস্বপ্ন!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *