*#জীবনচক্রবেঁচেথাকার_ইতিকথা………. @ #মৌমিতা_মৌ

*#জীবনচক্রবেঁচেথাকার_ইতিকথা……….

@✍️ #মৌমিতা_মৌ©®

পরিপুষ্ট ভ্রুণের অন্তর্বর্তীকালীন গর্ভপাত,
জীবন বয়ে চলে একহাত ছেড়ে অন্যহাত।
পাহাড় চূড়া ছিল যেন মাতৃগর্ভের স্বর্গসুখ,
ধ্বস তবুও গিরিখাত বেয়ে বাঁচতে উন্মুখ।

শৈশব ঠিক যেন উচ্ছল এক আদুরে ঝর্ণা,
এ’কোল থেকে অন্য কোলের স্নেহের বর্ণা।
পাথরনুড়ির খেলা মেয়েবেলার ঘুম ভাঙাতে,
দিনকাটে স্বপ্নগুলো রামধনুর রঙে রাঙাতে।

আবেগের তীব্রতার উত্থানপতনে কৈশোর,
হঠাৎ কড়ানাড়ে চৌকাঠে বাস্তবতার ভোর।
ভালোবাসার আসার খবর শুনিয়ে তিতির,
পাইনের কুয়াশায় গেছে হারিয়ে; শূন্যনীড়।

পাথরে হোঁচট খেতে খেতে যৌবনের যাওয়া,
খরস্রোতা মনের হয়নি প্রেমেরসায়রে নাওয়া।
মহীরুহের শিকড়ের গর্তে আটকে পড়া জল,
বাঁচার লোভ দেখিয়েই জীবন করে চলে ছল।

ভাগ্যের কোপে এভাবে নদী হয় অন্তঃসলিলা,
বন্দি মৃতমনে রয়ে যায় কত স্বপ্ন কথা নাবলা।
শুকনো নদীখাত ভুলেছে গতিপথ গুমরে মরে,
রয়ে গেছে জলের ছাপ পাথরের গায়ে পাঁজরে।

এমনই কত জীবনচক্র শেষ হয় শূন্যতার মাঝে,
সবপেয়েও মানুষ করে হাহাকার সকাল সাঁঝে।
উৎস থেকে মোহনা নাপাওয়ার তীব্র আকাঙ্ক্ষা,
পুড়তে পুড়তে ফুরিয়ে যাওয়ার বেজে চলে ডঙ্কা।
@✍️ #মৌমিতা_মৌ©®

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *