*ময়নাগুড়ির ময়না* *✍️সুশান্ত পাড়ুই*

*ময়নাগুড়ির ময়না*
*✍️সুশান্ত পাড়ুই*

ময়নাগুড়ির ময়না
মিথ্যে কথা কয় না
মিষ্টি ছড়ার ছিস্টি সে যে
ছয় না কিংবা নয় না।

খায় না খানা মোট ন’দিন
হয় না তবু ঠোঁট তো হীন
কেবল বলে কৃষ্ণ হরে হরে,,,,,
রাত্তিরে খায় লুকিয়ে সুপ
সব পাখিরা ভয়েই চুপ
উড়ে বেড়ায় সবার ঘরে ঘরে।
তাহার মুখে সদাই হাসি
সবাই ডাকে ময়না-মাসি
মনের সুখে আহ্লাদে তাই আটখানা,,,,,
ভাঙা বাসায় তার ঠিকানা
পক্ষী শাবক সব কী কানা!
বট গাছেতে বাসা আছে ষাট খানা।
তার সাথে যায় কাক শকুন
তার যে আছে এক শ গুন
পাখিরা তাই তার হরিনাম শোনে,,,,,,,
ময়না মাসির টিম ঘুরি
করে সবার ডিম চুরি
পাখিরা চুপ সত্যি বিপদ গোনে ।
পায়রা চড়াই আর টিয়ে
বলে, আর দেব না ডিম ফি-এ
সব পাখিরা নাড়ায় এবার ঠোঁট,,,,,,,
কাক শকুনও ডাক ছেড়ে
বিপদ বুঝি ডাকছে রে
ময়না বোঝে, বাঁধলো বুঝি ঘোঁট!

*✍️সুশান্ত পাড়ুই*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *