দিনপঞ্জী “””””””””””” মধুমিতা ধর
দিনপঞ্জী
“”””””””””””
মধুমিতা ধর
একটা ভোর খোলে দোর
ধোওয়া তুলসী পাতা
আপন মনে লিখতে বসে
নিত্য দিনের খাতা।
একটা সকাল পান্তা পেয়াজ
বাঁচার লড়াই করে
একটা সকাল ইস্কুলে যায়
গ্রামে ও শহরে।
একটা দুপুর অপিস পাড়া
ঝুপড়ির ডালভাত
একটা দুপুর ভাতঘুম দেয়
নিঃঝুম পথঘাট।
একটা দুপুর জমায়েত হয়
ধর্মতলার মোড়ে
একটা দুপুর খা খা করা
উঠোন রোদে পোড়ে।
একটা বিকেল খেলার মাঠে
উদ্দাম বল খেলে
একটা বিকেল ক্লান্ত হয়ে
পশ্চিমে যায় ঢলে।
এক গোধূলি আবছায়াতে
নীড়ের পানে ডানা
এক গোধূলি নিয়ন আলোয়
ব্যস্ত শহর খানা।
একখানা রাত আঁধার খোঁজে অপরাধের তরে
আরেকটি রাত আরক্ত হয়
প্রেমের অভিসারে।
উজাগর চাঁদ অপেক্ষাতে
আসবে কখন ভোর
রাত ডিঙিয়ে বিচ্ছু সকাল
করবে যে হুল্লোড়।
*মধুমিতা*