শুভ নববর্ষ। ✒️ মালা মুখোপাধ্যায়

শুভ নববর্ষ।

মালা মুখোপাধ্যায়

দক্ষিণের বারান্দায় আবছা আলোয় আকাশের দিকে তাকিয়ে ভাবে সুমিত্রা,যা চলে যায় সবটাই কি খুব ভালো? না সেই ফেলে আসা স্মৃতির মধ্যে নিজের ছোটবেলা ফিরে পাওয়া? আর সেই পাওয়ার জায়গায় মাকে পাওয়া? আর মাকে পেলে তো নিজেকে কেমন বাচ্চা মেয়ে মনে হয়। মাকে জড়িয়ে ধরে কত কত কথা কতদিন বলা হয়নি ! বিশেষ বিশেষ দিনে পড়ে তো মনে মাকে। কি করে ভুলি বলো তোমাকে? এই যে আগামীকাল পয়লা বৈশাখ। বলতে, ভুলেও যেন মাসের নাম মুখে উচ্চারণ করবি না সেদিন, তাহলে সেই মাসটা ভালো যাবে না। হেসে বলতাম রাখো তো তোমার কুসংস্কার। এসো হে বৈশাখ গানটি কয়বার গাইবো দেখো। তোমাকেও শুনিয়ে ছাড়বো।
কপট রাগ দেখিয়ে বলতে কাল কিন্তু খাতা ফেরাতে যাবি। মনে আছে তো?
—মনে আর থাকবে না? সেই পঁয়তাল্লিশ মিনিট পায়ে হেঁটে পাশের গ্রাম থেকে খাতা ফেরানো কি চাড্ডিখানি ব্যাপার ? তারপর এই রোদ।
— ছাতা নিয়ে যাবি। সদলবলে যাবি। গল্প করতে করতে যাবি। কষ্ট হবে না। ওরা সবাই যাবে বলে গেছে।
— একটা শর্ত আছে কিন্তু। এতোটা পথ যাবো খুব কষ্ট হবে। অর্ধেক খেতে খেতে আসবো।
— রাস্তায় কেউ খায় ?
— রাস্তায় কেন খাবো ? যেখানে টিউবওয়েল আছে সেখানেই বসে একটু খাবো, তারপর রাস্তার কল থেকে জল খাবো। তারপর হাঁটতে হাঁটতে আল রাস্তা ধরে বাড়ি আসবো।
— আল রাস্তায় তো আসবি। এখানে কি পাকা রাস্তা হয়েছে?
— সেই তো বলছি ,পনেরো মিনিট হাঁটবো আবার বসে একটু খাবো। আবার হাঁটবো।
— তা রাস্তায় কয়টি টিউবওয়েল আছে ? বাড়ি পর্যন্ত কিছু আসবে তো?
— পাঁচটা টিউবওয়েল আছে। খুব বেশি নয়। তবে থাকবে। কিছু তো থাকবেই। পদ্মপাতায় মুড়ে অনেকটায় বোঁদে দেয়, মিষ্টি সিঙাড়া ,লাড্ডু, রসগোল্লা পান্তুয়া সব থাকবে। আমরা শুধু এক মুঠো করে রসে টইটুম্বুর বোঁদে মুখে দেবো মা। বোঁদে খেতে আমার খুব ভালো লাগে। আর পদ্মপাতায় তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আজ এই কলকাতায় ছেলের কাছে থাকি। আমার এখন অনেক বয়স হয়েছে। তবুও সেই দিনগুলো খুব মিস করি মা। ছেলে আনে প্যাকেট। ভালো ভালো মিষ্টিও থাকে। নাতি তো মুখেও তোলে না। এই সব মিষ্টি তার পছন্দ নয়। ডায়েটিং-এর যুগে প্যাকেট শেষ হতে বেশ কয়েকদিন লাগে।
আর কি আমাদের সেই যুগ আছে মা? বাড়িতে প্যাকেট এলেই দাদা আর আমি নিমেষেই ফাঁকা করে দিতাম। তোমার কী বকুনি! “বাড়িতে অতিথি এলে কি দেবো বলতো ? হা-ঘ’রেদের মতো সব ধুলোট করে দিস!”

সত্যিই আমরা কত অবাধ্য ছিলাম মা। কত কত জ্বালিয়েছি তোমাকে। আর মারলে তোমাকেই বেশি করে জড়িয়ে ধরেছি। হাহাহাহাহা।

আগামীকাল পয়লা বৈশাখ। তোমার কথা খুব মনে পড়ছে মা।
কত যে পয়লা বৈশাখ এলো গেলো কিন্তু সেই পদ্মপাতায় বোঁদে কোথাও পেলাম না মা। কোথাও দূরে একটা শঙ্খ ধ্বনী ভেসে আসে। মনে হয় তাই তো বিকেল পার হয়ে এক লাফে কখন সন্ধ্যেকে ডেকে আনলো টের পেলাম না ?
আর মাত্র রাতটা পোহালেই নববর্ষ।
শুভ নববর্ষ। পয়লা বৈশাখ। ফেসবুকে, ইনবক্সে , হোয়াটসঅ্যাপে , শুভকামনা বর্ষিত হবে। এও এক আনন্দের বইকি।
আপনমনে সুমিত্রা হাসতে হাসতে বলে শুভ নববর্ষ। সকলের শুভ হোক।

মালা মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *