সোনার ইন্দ্রজিৎ ✒️ গীতশ্রী সিনহা

সোনার ইন্দ্রজিৎ

গীতশ্রী সিনহা

ঋতুমতী হওয়ার এতোদিন পরেও আপনি বিগ্রহের সামনে দাঁড়িয়ে
হাত থেকে ঝ’রে পড়ে গুচ্ছ ফুল,পায়ে কুমারী পুজোর প্রথম আলতা
শুকিয়ে গ্যাছে আপনার গালে লেগে থাকা বহু কান্নার জল
দিনের মধ্যে দু’একবার চোখের পাতা খোলেন, অন্ধকার চারদিক
আবার আপনি তর্জনী তোলেন, যেন এভাবেই চলে যাবে সারাটা জীবন
ধীরে ধীরে মাছ ও মাংস বাসনা ভুলে যাবেন আপনি
ভোরবেলা সানাইয়ের শব্দ পছন্দ হবে না আর
বন্ধ হয়ে যাবে সমস্ত জানলা, কপাট
এমনকি পাশের বাড়ির কার্নিশে জোড়া-পায়রাও দেখতে হবে না আপনাকে
সন্তানের জন্য তেমন কোনো প্রত্যাশা নেই আপনার
ইদানীং পুতুল বানানোর কাজে বেশ মেতে উঠেছেন
আপনি কল্পনায় দেখতে পান…
ঐসব প্রিয় পুতুলেরা আঁচল থেকে পয়সা খুলে নেয়
ঐ ঘুড়ির পিঠে সুতো লাগাবে ব’লে
আপনা দুই হাত উঠে যায় দিগন্তের দিকে
খুলে যায় সকল অন্তর্বাস
মেঘের ফাঁক দিয়ে ছুটে আসে আজন্ম বিগ্রহ-পুরুষ
… সোনার ইন্দ্রজিৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *