গীতশ্রী সিনহা, সম্পাদকীয় কলম, বিনোদন বিভাগ।

ফিরে দেখা সম্পাদকীয় কলম ( দু’বছর আগের )

সদর দরজা খুলতেই লাশ ঘরে লাট খাওয়া প্রিয়জনের শরীরের গন্ধ। অগণিত মানুষের রুজিরোজগার বন্ধ, বন্ধ স্কুলের ভিতর থেকে ভুতুড়ে ঘন্টার হাহাকার। প্রযুক্তির দৌলতে পৃথিবীর যেকোনো প্রান্তের খবর মুঠোর মধ্যে আজ।
শব্দ স্তব্ধ, ভোঁতা কলমের আঁচড়, ধিক্কার আর ছিঃ ছাড়া ভাষা নেই! নির্বাক-ধূসর দুনিয়া। জ্যান্ত সভ্যতায় চুঁইয়ে পড়ছে অসভ্য নেশা। ভয়ংকর এক পরিস্থিতির শিকার এই সময়, দখলদারি চলছে নারী শরীরের উপর। ভুলতে বসেছে, একজন নারী তোমাদের মা, বোন, স্ত্রী এবং কোলের শিশুকন্যাটি। বর্বরোচিত নির্যাতনে নারী সমাজ আজ লাঞ্চিত অসুস্থ। এদিকে প্রশাসন গ্রেফতার করলেও তদন্তে ঢিলে…আলগোছে ফাঁক রেখে দেয়… প্রমাণ লুপ্ত !!!! প্রতিদিন আসে… মুছে যায় গতকাল… কোটি কোটি মামলার কাছে ফিকে হয় বর্তমান। বলতে শুনি, ” অসুখেও তো মরতে পারতো! এ আর এমনকি! নিদেনপক্ষে ধর্ষিতার সাথে একটা সেল্ফিও তো তোলা যেতো “! বেশ তামাশা তাই না ??????
ধর্ষিতা হচ্ছে সমাজ, সংসার, মানবিক বোধ, সামাজিক উন্নয়ন। ধর্ষিতা হচ্ছে হাজার স্বপ্ন। লজ্জিত হচ্ছি আমরা এরকম দেশের নাগরিক হিসেবে। নষ্ট সময়কে ধরে চলছে লোফালুফি খেলা, কতিপয় মানুষ আজ বিপন্ন-বিস্ময়ের সামনা-সামনি দাঁড়িয়ে। নিষ্ঠুরতায় নষ্ট মানুষের তান্ডব মিছিল – ভোগ – বিলাস – কাম লালসায় ডুবতে চলেছে সময়। চরম ক্ষুধার শিকারের দখল দুনিয়াদারি। বিচারের দরজা বন্ধ মুখোশের প্রহসনে… খবরের কাগজে গালভরা গল্প, যেন অনাহারে মহাভোজ। সভ্যতার বলিষ্ঠ শরীর আর্তচিৎকারে হাহাকার।

দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। প্রতি বছর এই সময় তোড়জোড় তুঙ্গে থাকে। সেজে ওঠে উৎসবমুখর পথঘাট সাথে সামাজিক মন। করোনা আবহে চারিদিকে ছড়িয়ে আছে ভিন্নতার আভাস…
তবে, সুরক্ষা বিধিনিষেধ মেনেই পুজোর উদ্যোগ। জানি না, উৎসব আনন্দ সুখ মেপে হয় নাকি !
করোনাভাইরাসের প্রকোপে এমনিতেই বাজেটে বড়সড় কাটছাঁট করছে পুজো কমিটিগুলি। সীমিত বাজেটের মধ্যে করোনা রোখার প্রস্তুতি নেওয়া রীতিমতো চ্যালেঞ্জ। সংক্রমণ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ফলে বাজেটের অর্ধেকের বেশি অংশ ব্যয় হয়ে যাচ্ছে।
বড় বড় শপিংমল বিগ বাজার সুসজ্জিত পোশাকে অলংকারে রঙিন হয়ে ওঠে… বদলেছে চেনা ছন্দ, খাঁ খাঁ করছে ব্যবসায়িক প্রেক্ষাপট। অর্থনৈতিক সংকটের মধ্যে সব শ্রেণির মানুষ আজ বিপন্ন-বিস্ময়ের সামনা-সামনি। এমন কিছু পরিচিত মানুষের কথা খেয়াল রাখি না… যখন ঠাকুর দেখা, বাইরে খাওয়া, ছুটি কাটাতে দেশ ভ্রমণে উল্লাসে মেতে থাকি… সেই সময় সারাবছরের রোজগারের অপেক্ষারত ঢাকিদল প্রিয় ঘরবাড়ি, প্রিয় উঠোন ছেড়ে মন্ডপে মণ্ডপে কর্মরত থাকে … কিন্তু 2020 কি চিত্রকল্প দেখাবে এখনও বুঝতে পারছি না আমরা !
বদলাতে বদলাতে ভেঙে যাচ্ছে স্বপ্ন…পসরা সাজিয়ে চোখে স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ আজ সাজিয়ে গুছিয়ে স্বপ্ন ভাঙার আওয়াজ শুনছে… ঘুম উপড়ে যাওয়া চোখে আসে জল… প্রশ্ন একটাই জনমে নেই মরণে এতো প্রভেদ কেন ?
আসুন, দৈনন্দিন স্বাস্থ্য, স্বচ্ছতা বিষয়ে সচেতন হয়ে বিপুল বিশ্বকে সুস্থ করে তোলার প্রয়াস করি।
শুভেচ্ছা শুভকামনা সাথে নিয়ে এগিয়ে চলি নতুনভাবে আগামীর পথে। আগামীতে উপস্থিত থাকবো সকলকে সাথে নিয়ে নতুন সাজে।

গীতশ্রী সিনহা, সম্পাদকীয় কলম, বিনোদন বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *