তবু আয় মাগো ✒️✒️ মধুমিতা ধর

তবু আয় মাগো
মধুমিতা ধর

দেখবি এবার বৃষ্টি থামবে
থিতিয়ে আসবে ঝড়
শরৎ এলেই হাসবে আকাশ
হাসবে বনান্তর।

ঐ যে শিউলি গাছটা দাঁড়িয়ে
রয়েছে দুহাত বাড়িয়ে
দেখবি কেমন ফুলের বাহারে
মনটাকে দেবে রাঙিয়ে।

মাতিয়ে দিয়ে বইবে বাতাস
পুজো পুজো সৌরভে
নতুন জামায় সাজবে মেয়ে
মিষ্টি হাসি মন ছোঁবে।

আকাশে ঐ মেঘের মায়ায়
ত্রিনেত্র তোর দেখতে পাই
তুই কী দেখিস কান্না মেয়ের
ফুটপাতে যার হয়েছে ঠাঁই?

রোগা ভোগা সেই ছেলেটা
হাসপাতালের বেড জুড়ে
তারও তো মন চায় রে মাগো, মাততে পুজোর হুল্লোড়ে!!

যে নারী আজ খুইয়েছে সব,
ভেসেই গেছে খড়কুটো
পারবি তাকে ফিরিয়ে দিতে
হারানো সুখ একমুঠো?

তুই ও জানিস,আমিও জানি
পারবি না মা কিচ্ছু টি
সব তালেবর ময়ূর সেজে
নাচিয়ে যাবে পুচ্ছটি।

আজ চারদিন মজিদ চাচা
ভুখা পেটে আছে,জোটেনি ভাত
সবার সাথে দুর্গাবাড়ীতে
তারও নাকি আজ পড়েছে পাত।

এসব শুনে বড় আশা জাগে
আলোর ঝলক দেখতে পাই
সব মনান্তর ঘুচে যাক্ আজ
স্বপ্ন দিয়ে ঘর সাজাই।

চারিদিকে এত ধোঁয়া আর ধুলো
ঢেকে যায় আজ সব সুখ
তবু আয় মাগো,অভাগার দেশে
ঘুচিয়ে দে মা সব দুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *