শব্দ-কর্মী ✒️✒️ গীতশ্রী সিনহা

শব্দ-কর্মী

গীতশ্রী সিনহা

কদাচিৎ সূর্যের রঙ ঘোলাটে হলে দুর্লভ সাক্ষাৎ…
নবজাতকেরা আজ কলম হাতে ভূমিষ্ঠ !
লজ্জায় মুখ ঢাকে বিশ্ব কবি -জাতীয় কবিগণ…
জন্মগত কবির খেতাবে বাহবার হাতছানি !
মুচকি হাসিতে সেল্ফির ঝলকানি ক্যানভাসে !
যেন, মুমূর্ষু সময়ের গায়ে রক্তের বলিরেখা…
নকল সম্পর্কে জড়ানো জ্যান্ত শব – এর দাগ !
চেনা আর জানার মধ্যে বিস্তর অক্ষরমালার উঁকি!
তুমি আমি সমবেত সভায় গর্জাই নতুন নিশ্বাসে…
সময়ের আয়নায় বিম্ব মুখ গোঁজে উপহাসে অদ্ভুত !
এদিকে, চুলোর মুঠি ধরে বে-আব্রু নির্বাক-ধূসর সময়, অগোছালো সাহিত্য প্রদর্শনী লুটোপুটি খায়
বিশ্বকবি দের পায়ের ধুলোয়…
বিমূর্ত মূর্তি পাথরের মসৃণতায় রেশমের হাসি মুখ !
এ-ও কি সম্ভব ! দু-একটি কবিতা লেখার সুবাদে কবি জন্মলাভ ! সময়ের আগে সময়ের পেটে খিদে জমে…
ঠিক যেন, গৃহ শিক্ষক ড্রইং স্যারের, চিত্র প্রদর্শনী আর্ট গ্যালারিতে !
নপুংসক সমাজের আঙুলে কর্কশ প্রতিদ্বন্দ্বী… ধিক্কার…
হ্যাঁ, হ্যাঁ খুঁজে পাচ্ছি নিজেকে, প্রায় নির্বাপিত শব্দ-কর্মী মর্গ থেকে জেগে ওঠার চেষ্টা করছি…
হারিয়ে যাওয়া সন্তানের মুখ দেখার আকুলতা…
হয়তো এটা হবে অক্ষম শব্দচাষীর প্রতিবন্ধী সন্তান ! মা কালির দিব্যি বলছি, আমার বিশ্বাসই আমার লেখা…সম্ভবতঃ এটাই নিয়তি আমার প্রসব -বেদনার। এটা যেকোন যৌন-সুখের থেকেও
অনেক বেশি উন্মাদনার, অনেক বেশি আবিষ্কারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *