♦পঁচাত্তর তম স্বাধীনতা দিবস(আমার অনুভব) ♦ছবি সিনহা বসু

♦পঁচাত্তর তম স্বাধীনতা দিবস(আমার অনুভব)
♦ছবি সিনহা বসু
পঁচাত্তর তম স্বাধীনতা দিবসেও খেতে না পাওয়া মানুষের আধিক্য কমেনি একচুল ও। কর্মহীন যুবক যুবতীদের যোগ্যতা প্রমানের পর ও ধর্নায় বসতে হয়। রাষ্ট্র নামক শোষন যন্ত্র অহরহ শোষন করে চলেছে অসহায় জনগণ কে আর জনগণের টাকায় বিলাস বহুল জীবন যাপন করছে মূর্খ নেতার দল। রঙ বদলাচ্ছে বদলাচ্ছে পদ শুধু বদলাচ্ছে না জনগণের অবস্থা।
বছরের পর বছর মুটে মজুর কুলি বস্তিতে রোগের প্রকোপ। অস্বাস্থ্যকর ঘিঞ্জি বস্তি গুলোতে বেড়ে ওঠা শিশুদের খাদ্য- শিক্ষা- স্বাস্থ্য নিয়ে ভেবেছে কেউ? ভোটের আশায় সাদা পাঞ্জাবী ওয়ালা মন্ত্রীরা আসে আর কিছু স্বপ্ন চোখে জ্বালিয়ে চলে যায় তাঁরা। অসহায় জনগণ রয়ে যায় সেই অন্ধকারে।

তবে কিসের এত উৎসব? কিসের এত আনন্দ? একবার চোখের পর্দা সরিয়ে দেখো এই আমার দেশ? এই আমার সেই স্বাধীন ভারতবর্ষ? এই স্বাধীনতাই কি চেয়েছিলেন তাঁরা যাঁদের আত্মবলিদানে আমরা পেয়েছি এই স্বাধীন ভারতবর্ষ কে। নেতাজী -প্রফুল্ল চাকী- বিনয় -বাদল- দীনেশ এদের ইতিহাস জানে বর্তমান প্রজন্ম?
বিষম বেদনাময় এ জীবন। বড় অসহনীয় এ স্বাধীনতা। তার জন্য আমরাই দায়ী। কেননা আমরা বড় স্বার্থপর।
✍ছবি সিনহা বসু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *