শান্তিনিকেতনে — বিবেকানন্দ মণ্ডল
শান্তিনিকেতনে
— বিবেকানন্দ মণ্ডল
একদিন যাব শান্তিনিকেতনে ।
যাবে তুমি, সঙ্গে ?
ঘণ্টাতলা পেরিয়ে সোজা
খোয়াই ঝর্ণার সুর…
সোনাঝুরি আর শালবিথীপ্রাঙ্গণে
হারানো সময় কুড়োবো মুঠি মুঠি !
তালতোড় কিম্বা গোয়ালপাড়া হয়ে
কোপাইয়ের জলে গড়িয়ে নামা পথ ;
নাট্যঘর থেকে ফেরার পথে
হাত ধরতে চেয়েও থমকে যাওয়া মুহূর্ত ;
চৈতির সামনে দাঁড়িয়ে
অবান্তর কথায় ভুলে যাওয়া সময়
একান্তই আমাদের ছিল ।
তোমার ষাট , আমার পঁয়ষট্টি হল ।
একদিনও কি মনোনিকেতনে খুঁজিনি হারানো কথা ?
একদিন মনোনিকেতনে যাবো ;
আমাদের শান্তিনিকেতনে ।
তুমি যাবে তো আমার সঙ্গে ?