নিত্য পরাজয় ✒️✒️ মৌসুমী মিত্র

নিত্য পরাজয়
মৌসুমী মিত্র

আর নয় ,,,,,,
অনেক হয়েছে স্বর্গের অপ্সরা রম্ভা উর্বশী পথ চলা যত সুন্দরী।
এবারে নেমে এসো কাঁকড় বিছানো চৌরাস্তায়।
স্যাতানো যাপন ,ক্ষয়ে যাওয়া হাড়ে স্তিমিত যৌবন।
ক্ষিদের মোচড় , গরম ভাতে বাসি বকুলের গন্ধে স্বভাবের নষ্টামি অভাবের দোরগোড়ায়।
ধনবর্ষা লটারির হাতছানি।
মাথার উপর ছাদ,বেড়া দেওয়া চার দেয়ালের দরজাটা হাটখোলা ;
ছ্যাঁচড়া চোরের উপদ্রব ,
খোলা চোখে স্বপ্নের বাসর রাত।
মুষ্ঠি বদ্ধ হাত খুলে যায় অভাব মুচকি হাসে।
সংসার চলে ঢিমে তালে ।
আভিজাত্যের মোড়কে ছেঁড়া পর্দার অন্তরালে গৃহলক্ষী ,
গৃহদেবতা জীর্ণশীর্ণ অবক্ষয়ের সাক্ষী ।
সরস্বতী হাতে পায়ে ধরে।
দিন শেষে একটা ব্যাগে এক কিলো চাল,
গোটাকতক আলু পেঁয়াজ আর ঝাঁজ হীণ কাঁচা লঙ্কা ;
তৃপ্তির ঢেঁকুর ওঠে।
জং ধরা ফ্যানের ঢকর ঢকর বাতাসহীণ চলা ;
ছেঁড়া কাঁথায় লাখ টাকার স্বপ্ন ,
এরই নাম নিম্নবিত্ত ।
রাতের আঁধারে বিক্রি হয় স্বপ্ন ,
এক চিলতে মেঝে, চটি বিছানা— গোটা সংসার।
দেব সভায় নৃত্য করে উর্বশী, স্বপ্ন দেখে বেকার যৌবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *