অচেনা পথের সন্ধানে *(পর্ব-১৮)* অবহেলিত প্রেম ✍️ নর্মদা চৌধুরী (তুলিকা)

*******অচেনা পথের সন্ধানে********”

***********(পর্ব-১৮)******************

**********অবহেলিত প্রেম**********

✍️✍️✍️✍️✍️ নর্মদা চৌধুরী (তুলিকা)

জীবনের অর্থ খুঁজে ফেরা অসহায় কয়েকটি হৃদয় কেঁপে উঠেছিল নিরর্থক বোঝাপড়ায়।
আপসের সাথে সুন্দর সহাবস্থান নিশ্চিত বেঁচে থাকার,
তবুও নিত্যদিনের যুদ্ধ
আর যুদ্ধশেষের নিথর একটা শরীর শুয়ে আছে বিলাসী বিছানায়।
এভাবেই স্বপ্ন খুঁজে চলেছে অবুঝ দুটো চোখ,
যন্ত্রনাক্লিষ্ট চোখ আর শব্দহীন ওষ্ঠ!
নারী হৃদয়ের কি নিদারুন পরিনতি!
যার গর্জে ওঠার বদলে নিঃশর্ত সমর্পণে বিপন্ন একটা আস্ত সমাজ।
পোশাকের ভারে নুইয়ে পরা শরীর জ্বলছে অন্তরে,
নিরন্তর পুড়ছে তোমার আধুনিকতা!
যার লোলুপ দৃষ্টিতে সে এখনো সম্পূর্ণ মানুষ হয়ে ওঠার পায়নি স্বীকৃতি;
হিসাবের খাতায় এখনো সে পন্য!
কখনো পনের কাছে বিক্রি হয়েছে তার আপন সত্ত্বা আবার কখনো ক্ষমতার কাছে হয়েছে অক্ষম অবহেলিতা।

মৃন্ময়ী মূর্তিতে সকলে দেবী দর্শন করলেও চিন্ময়ী রূপে সে অপ্রকাশিত।
মাটির প্রতিমা পারেনা প্রতিবাদী হতে!
প্রাণহীন অসহায় সে!
তাই যখন ইচ্ছে তখন আবাহন আবার সমারোহে তার বিসর্জন,
রক্ত মাংসের প্রতিমা অস্ত্রহাতে নিলে তুমি নতমস্তকে বলোনি কখনো…………………
কালী কালী মহাকালী/কালিকা পাপনাশিনী।
কালো মেয়ের পায়ের তলায় আলো নয় শুধু অন্ধকার দেখেছিলে!!
চেয়ে দেখ ওই আসছে কয়েক হাজার বছরের অত্যাচারিত নিপীড়িত শ্যামাঙ্গীরা;
বুকের আগুনে মশাল জ্বালিয়ে পুড়িয়ে দেবে তোমাদের বেহিসাবি জীবন,
পদতলে শায়িত মহাকাল চেয়ে থাকবে শূন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *