#পুনর্জন্ম কলমে : গীতালি

#পুনর্জন্ম
কলমে : গীতালি
৪. জন্ম ও মৃত্যুর স্তর :

শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন :
বাসাংসি জীর্ণানি যথা বিহায়
নবানি গৃহ্নাতি নর পরানি
তথা শরীরানি বিহায় জীর্ণায়
অন‍্যানি সম‍্যাতি নবানি দেহি।।

ব‍্যক্তি নতুন বস্ত্র পরে ও পুরানোকে ত‍্যাগ করে, ঠিক তেমনি আত্মা পুরানো ও জীর্ণ শরীর ত‍্যাগ করে নতুন শরীরে প্রবিষ্ট হয়।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৌঁছতে মানুষকে বহু স্তর পেরিয়ে চলতে হয়। সেই স্তরগুলি জীবনের নানাবিধ অভিজ্ঞতা নিয়ে এগোতে থাকে এবং বিবিধ রূপে জীবনকে ঋদ্ধ করে। এখানে আত্মার এক দেহ ছেড়ে দেহান্তরে যাওয়ার স্তর নিয়ে আলোচনার চেষ্টা করা হবে।

বহু গবেষণা ও মৃত্যুমুখ থেকে ফিরে আসা কিছু অসুস্থ মানুষের বর্ণনা অনুযায়ী মোটামুটি কিছু চিত্র পাওয়া গেছে— তারই ভিত্তিতে বলা যায়, অবিনশ্বর আত্মা কেমন করে পার্থিব দেহ ধ্বংস হওয়ার সময় থেকে দেহান্তরে ভ্রমণ করার কালের মধ‍্যবর্তী সময়কালীন প্রক্রিয়াগুলির মধ‍্য দিয়ে যায়,তার কথা। এর স্তরগুলি এইরকম :

১. মৃত্যু death
২. আরোগ‍্য healing
৩. পূর্বজন্মের পর্যালোচনা pastlife review
৪. পুনর্মিলন reunion
৫. জীবনের নির্বাচন life selection
৬. প্রস্তুতি preparation
৭. পুনর্দেহধারণ reincarnation
..,………………………………………….(চলবে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *