মঞ্চস্থ একটা নাটক ✒️ মৌসুমী মিত্র *********

মঞ্চস্থ একটা নাটক
মৌসুমী মিত্র
*********। ।*********

তা থৈ নৃত্যে মঞ্চ মাতায় মুখোশধারী ।
আস্তিনের হাতলে গোটিনো ধারালো অস্ত্র
বেইমানীর তীক্ষ্ণ ছুড়ির ফলা।
দীর্ঘ অপেক্ষার অবসান।
পিছন থেকে বসালো অতি সন্তর্পনে ছুড়িটা ।
অভিনয়ে ,গানে মাতিয়ে দিল মঞ্চ ,
কেউ জানালো না কি নাটকের সাক্ষী থেকে গেল সময়।
অর্ধমৃত মানুষের বুকের ধুকপুকানি চলে অতি দ্রুত।
এবারে হৃদপিন্ডটা ধীরে ধীরে খুবলে নেবার পালা ,
চারদিকে ব্যাকগ্রাউন্ড তৈরী
প্রবেশ মুখোশধারীর ।
আবার তা থৈ নৃত্যে উথালপাথাল ঢেউ তোলে ,
অর্ধমৃত মানুষটার বোবা চোখে আহত দৃষ্টি।
ন্যায় চেয়েছিল বিশ্বাসঘাতকের কাছে ।
নিয়তির নিষ্ঠুর পরিহাস!
ন্যায়ের দন্ড নেমে এসেছিল —–
দু’টো হৃদপিন্ড তুড়িয়ো উল্লাসে খুবলে তুলে এনে রেখে দিলো প্রেমের বেদীমূলে ।
প্রেম পূর্ণতা পেল বিশ্বাসঘাতকতায়।

গরম রক্তের নেশায় আবার হবে নতুনের অভিষেক।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *