ভাসছে মানুষ, ডুবছে জীবন **** মোহাম্মদ খয়রুজ্জামান খসরু
ভাসছে মানুষ, ডুবছে জীবন
মোহাম্মদ খয়রুজ্জামান খসরু
(২০২২ সালের ভয়াবহতম বন্যায় সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের জন্য ক্ষরণের ক্ষত হতে কবিতাটির উৎপত্তি। )
কোন কবিতা পয়দা করবো ?
কান্নার না উৎকন্ঠার ?
ঠাহর করতে পারিনি।
মাথার ভেতর আফালের ঢেউ
বুকের ভেতর জলের শব্দ
ভাসছে মানুষ, ডুবছে জীবন
আর্তচিৎকার শুনি কানের ভেতর
বাঁচাও বাঁচাও বাঁচাও।
কেউ আছো ?
ও মা ডুবে গেলাম
ঠাঠা পড়া জলের ভিতর।