মগ্ন *** অতসী চক্রবর্তী ঠাকুর
মগ্ন
অতসী চক্রবর্তী ঠাকুর
হয়তো তুমি আহ্লাদে গা ডুবিয়ে বিশ্রাম নিচ্ছো
সমস্ত দিনের নিরবতা মেখেছে ক্যানভাসের
শিয়াল কাঁটার ঝোপ
অনুভবে ধরে রাখার চেষ্টা
প্রকৃতির কোলে প্রেম
কি যে তোলপাড়
বৃন্দাবনের ক্যানভাস
অন্তহীন মগ্নতায় শুধু চেয়ে থাকা
জলের ফোঁটায় ফুলের মুকুট…
জলের দিনের ছন্দ খুঁজে পায়
লুকোনো গানের খাতা
মগ্ন কথা
তুমি দাও তোমার কলম ছুঁয়ে দাও…