এক লাইব্রেরী বই/ বাণী চন্দ দেব
এক লাইব্রেরী বই/ বাণী চন্দ দেব
📔📘📗📕📖📒📓📚📙
বই খুব ভালো বন্ধু
একথা শুনে এক সহপাঠী বললে –
একজন ভালো বন্ধু একটা লাইব্রেরীর সমান,
ঠোঁটকাটা মেয়েটির কথায় কান না দিয়ে
সদ্য তোলা বইটা নিয়ে
লাইব্রেরীর চেয়ারে বসলাম।
বেশ মন দিয়েই পড়ছিলাম
হঠাৎ দমকা বাতাস এসে
সব বই উড়িয়ে নিয়ে গেল আকাশে –
আরেহ্! এও কি হয়?
বইয়ের পিছু যত ছুটি
তারা আরও আরও উঁচুতে উঠে যায়
একসময় হাল ছেড়ে দিয়ে
ধপাস করে মাটিতে বসি –
দেখি একটা একটা করে বই মানুষ হয়ে হাসিমুখে এগিয়ে এলো,
ধীরেধীরে তারা মাটিতে নেমে হাঁটতে থাকে
কেউবা তিস্তার পাড় ধরে
কেউবা অজয়, গঙ্গা কিংবা দামোদর –
তারা হাত বাড়িয়ে দিল আমার দিকে
চেয়ে দেখি সেখানে লাইব্রেরীর পর লাইব্রেরী সাজানো
মনের ভিতর রিমঝিম বৃষ্টি……
হঠাৎ কে যেন পিঠে হাত রাখলো
চমকে চোখ মেলে দেখি
লাইব্রেরিয়ান মিটিমিটি হাসছেন,
ঘুমিয়ে পড়েছিলেন? এবার যে তালা দিতে হবে, সবাই চলে গেছে,
সলজ্জ হেসে উঠে পড়লাম।
যদিও জৈষ্ঠ্যের আগুন ঝড়ানো মাস
মনে তখন মেঘমল্লারের মেহফিল
সেই উৎসবকে সাথী করে
এক লাইব্রেরী বই হাতে ঘরে ফিরলাম।
👴🙍♀️🙎♀️🙍♂️🙎♂️👩💻👨💻👩💼🧕