***খুঁজে তাঁরে*** মধুমিতা ধর
***খুঁজে তাঁরে***
মধুমিতা ধর
অন্তর থেকে অন্তরীক্ষে খুঁজি
খুঁজে চলি আমি যে জন রয়েছে সাথে
ধরা সে দেয়না শুধু চুপিচুপি বলে ‘আছি’
মরুভূমি থেকে পাহাড়িয়া রুখু পথে।
মাথার ওপর সে ই ধরে রাখে ছাতা
তপ্ত,গহন পথে থাকে অনিবার
হৃদয় পুলিনে তাঁরই পরশ পাই
তাঁর সাথে বুঝি অনন্ত অভিসার।
নিমগ্ন হয়ে মনের গহীনে আঁকি
তাঁরই ছবি শুধু ভক্তির তুলি দিয়ে
অনুভব মাঝে তাঁর অপরূপ রূপ
বড় কাছে এসে অজান্তে যায় ছুঁয়ে।
হৃদয়ে রয়েছো তবু বহু ক্রোশ হাঁটি
স্পর্শ এড়িয়ে কোথা যাও প্রাণনাথ
মোহের কাজলে ঢেকে দিলে চারিধার
তাই কী সকাল হলেও কাটে না রাত!!