যদি আর না আসি *** বিউটি রায়

যদি আর না আসি
বিউটি রায়

যদি আর না আসি এই সুন্দর
ভুবনে!
না যদি হয় দেখা তোমার সাথে!
যদি বাণী না সরে বন্ধ হয় মুখ,
না যদি খোলে অন্ধ হয়ে যাওয়া বন্ধ দুটি চোখ.
এই সুন্দর ভুবনের
আলো-বাতাস ফুল-ফল, কীটপতঙ্গ, ধনলক্ষ্মী, বনলক্ষী, সব ছেড়ে যাই যদি নিরুদ্দেশে!
পরাবে কি সেদিন?
একটা তিলকটিকা আমার কপালে ,
ডাকবে কি ?
সেই চেনা নাম ধরে অবশেষে।
তুমি শান্তির কপোত !
উড়ে গেলে আপন সুখে না ফেরার দেশে,
আমি রয়ে গেলাম, উৎসবমুখর সদনে,
বাণীবিহীন হয়ে নৈঃশব্দ্য হৃদয়ে একা বসে।
আবার যদি আসি এই সুন্দরী বসুমতীর কোলে,
রচিব আপন মনে অসম্পূর্ণ কাব্য,
ধরণীর কোণে কোণে।
শতবার জন্মালেও হতে চাই নারী !
হবো কন্যা, জায়া ,ভগিনী , আর স্নেহময়ী জননী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *