“যাপন কথা  ।।চন্দনা গাঙ্গুলী।।

যাপন কথা “
🌹🌹🌹🌹🌹🌹🌹
।।চন্দনা গাঙ্গুলী।।
★★★★★★★★★★★
বছর দুয়েক ধরে শব্দহীনতা,কবিতাহীনতায় কাটে আমার নির্ঘুম রাত।
মাথার ভিতর জট পাকায় অবাস্তব যতো গল্পের প্লট,লিখে উঠতে পারি না —
শব্দেরা ভাবায় দিনরাত।
স্বপ্নের অন্দরমহলে অভিমানী শব্দেরা ভীড় করে আসে,
বাস্তবে দেয়না তারা ধরা চোখের সামনে কষ্টরা কেবল ভাসে।
আমিতো লিখতে চাই আমার দিনলিপি,নিত্যকার যাপন কথা।
ভালবাসা -রাগ-দুঃখ-অভিমান সেসব নিয়েই বাঁচুক আমার কবিতা।
শয়নে স্বপনে প্রচেষ্টা অনুক্ষণ ভালো থাকার,ভালো রাখার–
সুখতো চাইনি আমি,শুধু চেয়েছি ভালো থাকুক আমার পরিবার।
এটা কি খুব বেশী চাহিদা,প্রশ্ন আমার জীবনের কাছে!
ভালবাসাহীন বিশ্বাসহীন শব্দেরা চারিপাশে উৎসব করে আছে।
সুখ আজ ভুগছে বড়ো অসুখে,শান্তিরা হয়েছে গৃহহারা।
দুঃসময় হয়েছে আজ বড়ো বন্ধু,মলিন মুখের হাসিরা।
মনের গহীনে অতীতের সুখশব্দ আলোড়িত করে মন প্রাণ,বলে কতো কথা।
ভালবাসা-বিশ্বাস ভরা সেই দিন রাত,স্মৃতিতে ফিরে ফিরে আসে শুধুই কবিতা।
ঠকে গেছে আজ ভালবাসা,বিশ্বাসের হয়েছে চরম নির্যাতন, তবু ছুঁয়ে থাকি লাল গোলাপ।
কল্পনায় নয়,স্বপ্নে নয়,নির্ঘুম রাতেও নয়, চাই জীবনের রোজনামচায় শব্দরা করুক আলাপ।
কবিতা তুই বেঁচে থাক আমার রঙীন ডায়েরির পাতায় পাতায়।
গোলাপ তুই হাসতে থাকিস সুরভিত হয়ে আমার ভাজ করা খাতায়।
অসুখ তুই সুখ হয়ে বৃষ্টি ঝড়া সুসময় বেশে,রাতের আকাশে আবার উঠুক চাঁদ হেসে।
আশায় বাঁচি যদি জীবন হয়ে ওঠে সেই আগের মতো,অতীতের ছায়ায় আগামী যদি আসে।।
★ চন্দনা গাঙ্গুলী ★

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *