কবিতা : বিবর্তন —– নীহার কান্তি মন্ডল

কবিতা : বিবর্তন
নীহার কান্তি মন্ডল

পারিবারিক সামাজিক রাজনৈতিক
কিংবা ব‍্যবসায়িক —
জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই
ক্রম বিবর্তনে আজ
কিছু মূল‍্যবোধ হারিয়েছে লাজ।
ঐতিহ্যের কিছু পরম্পরা
একালের কাছে যেন নিতান্ত অধরা।

ক্রেতা-বিক্রেতা, শ্রমিক-মালিক সহ
স্বামী-স্ত্রী কিংবা আত্মীয়-অনাত্মীয়
প্রায় প্রতিটি সম্পর্কেই
পারস্পরিক সহযোগিতা-সহমর্মিতার
দখল নিয়েছে —
দেয়া-নেয়া, লাভ-ক্ষতির
চুলচেরা বিচার — দুঃসহ!!
নিষ্পলক শ্যেণ দৃষ্টি মুনাফার দিকে
সম্পর্কের চিরন্তন বন্ধন — যেন তাই ফিকে।

এখন পাখির চোখ – – –
আত্মসুখ আত্মতুষ্টি আত্মপ্রতিষ্ঠায়
যে করেই হোক পৌঁছাতে হবে ওই
সাফল্যের সর্বোচ্চ চূড়ায়।

দুর্গম বন্ধুর যাত্রাপথ নিষ্কণ্টক কল্পে
যদিই কাটতেও হয় সম্ভাবনাময় কোনো গাছ
অথবা লতার মতো মহীরুহ আঁকড়ে আঁকড়ে
আরোহন করতে হয় কিছু পথ
আবার বদলেও ফেলতে হয় মহীরুহ
ক্রম-উচ্চতার নিরিখে,
অথবা মাড়াতে হয় কোনো রক্তাক্ত লাশ —-
— ক্ষতি কিছু নেই
সাফল্য যে চাই অচিরেই
পূর্ণ করতে হবেই অভিলাষ
মোক্ষ লাভের এটাই দস্তুর আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *