জাগরণ কলমে- শিখা বিশ্বাস
![](https://www.dinajpurdaily.com/wp-content/uploads/2022/04/images.jpeg-9.jpg)
জাগরণ
কলমে- শিখা বিশ্বাস
——————————–
এলোমেলো ভাবনা গুলো দোল খায়-
রঙিন স্বপ্ন গুলো আছড়ে পড়ে মনের মণিকোঠায়!
কেউ বুঝি পিছু ডাকে……!
ভাবনারা যায় থমকে।
কিছু নীতিবাক্য এসে ভিড় করে দাঁড়ায়…..
ফুরসত নেই পিছু হঠবার,
সম্মুখ ভাগে কাঁটাতার আষ্টেপৃষ্টে জড়িয়ে-
অতিক্রমে ব্যর্থ বারবার…..!
হোক না ক্ষতবিক্ষত, তবু বেঁচে থাক কিছু অঙ্গীকার…..!
কিছু হিতৈষী উচ্চস্বরে গর্জে ওঠে হও আগুয়ান ……
পৃথিবীর প্রদক্ষিণ অবিরাম সূর্যের চারিধার …..
প্রকৃতি চলছে প্রকৃতির নিয়মে অনিবার ……
তবে কেন চির নিদ্রায় শায়িত কিছু চেতনা …..
কালের নিয়মে জাগরণ হোক নব্য উন্মাদনা!
সূচনা হোক স্বপ্নের জাল বোনা!!