।। মাধ্যমিক ।। ।। সৌমী শাঁখারী ।।

।। মাধ্যমিক ।।
।। সৌমী শাঁখারী ।।
দুরন্ত বেগে কেউ খসখস করে লিখে চলেছে উত্তর। যদিও মাধ্যমিকের খাতা তবুও এটাই জীবন্ত জীবন পত্রিকা। চাপ চাপ রক্ত বুকের মধ্যে দানা বাঁধছে, মনে হচ্ছে সব ঠিক হবে তো? আবার কোথাও নীলাকাশের স্বপ্ন ঠাঁই পাচ্ছে দু চোখের গভীর ছায়াতে-এবার তো ছোট্টোবেলার সব সংগ্রামী যাতনা সফলতার মেঘ বেয়ে বৃষ্টি হয়ে নামবে।
ছেলেটা অভাবী খুব। তার খেটে খাওয়া মায়ের মূল্য সে পরীক্ষায় দেবে। রক্তজল করা পয়সায় সে নাম কিনবে মাধ্যমিকের খাতায়। সে জানে জীবন্ত জীবন পত্রিকা তাকে দেবে আরও লক্ষ পথ এগিয়ে চলার অঙ্গীকার।
শুধুই কি এ লড়াই এই ছেলেটার? না, লড়াই তারও যার ঘর ভর্তি এখনো খেলনার আদুরে টুংটাং আওয়াজ।
সকলের কলমই চায় সুখের উত্তরে জীবনের চেনা ছন্দকে আরও খানিক রঙিন করতে।
দোলাচলে ভরা জীবনের জলছবি যেন মাধ্যমিকে দৃঢ়তার আয়না সম। আত্মবিশ্বাসী মনের একটুকরো রোদমাখা দলিল। দস্তুর মতো জীবনের বড়ো পরীক্ষা এটাই। প্রথম ইটের ওপরেই তো পুরো বাড়ির ভিত তাকিয়ে থাকে। একটার পর একটা পরীক্ষা এরপর জীবনের ভিত মজবুত করার পদক্ষেপে সামিল হবে।
কালি ও কলম বিশ্বস্ত সাথী হবে এটাই বোধহয় মাধ্যমিকের চাওয়া। তাই সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জীবন্ত জীবন পত্রিকা এটাই বলতে চায়- জীবনের আদি লগ্ন থেকে যে পড়াশোনা তারা করেছে এবারই তার মূল্য নিরুপণ হবে। কচ্চিৎও কান্না নয় হাসির পাহাড়ে উঠে তাদের নিজেকে প্রমাণ করার প্রথম এবং সর্বশেষ ধাপ এটাই যে জীবনের থেকে তারা যা পেয়েছে এবং পেতে চলেছে তার বদলে তারাও প্রতিদান দিতে ইচ্ছুক।
শুভ হোক সকলের জীবন্ত জীবন পত্রিকার উল্লাসিত উন্মোচন।
।। সৌমী শাঁখারী ।।