লালন — বিবেকানন্দ মণ্ডল

লালন

— বিবেকানন্দ মণ্ডল

আমার কবিতাকে আজ মমতার কোল থেকে নামালাম ।

দু-পা হাঁটল ।
ধূলোদের সাথে খেলতে খেলতে হোঁচট খেল
আনন্দ‌ও পেল …
সারা গায়ে ধূলো মাখার আনন্দ !

ব্যাবি পাউডার নয়
এবার আমার কবিতার গা থেকে
মাটিগন্ধ ছড়াক ।

মমতার গালে থাপ্পড় মাড়িনি যদিও ;
কড়া কথায় বুজিয়ে দিয়েছি —

কবিতাকে ভালোবাসো যদি
কবিতার মতো সরল হ‌ও
ওর সাথে ধূলো মাখো–
ধূলোদের মা হ‌ও , কবিতার মা
ধূলোদের‌ও মা হ‌ও ।

আমার কবিতা হোক মাটির কবিতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *