***কবি শঙ্খ ঘোষ স্মরণে*** ***মধুমিতা ধর***

***কবি শঙ্খ ঘোষ স্মরণে***

***মধুমিতা ধর***

শীর্ণ নদীর বুকেও থাকে
তুফান তোলা জলের রাশি
কে বলল স্রোত কমেছে
স্নান সারতে ভালোই বাসি।

আজকে নাকি নদীর বুকে
নৌকা নোঙর কেউ করে না
ভুল ভেবেছো,পাখীও আসে
জিরিয়ে নিতে ক্লান্ত ডানা।

শীর্ণ হলেও পাড় জুড়ে তার
ভীষণ রকম শান্তি আসে
কিচিরমিচির শব্দ ওঠে
মন ডুবে যায় শব্দ চাষে।

সবাই ভাবে শীর্ণ হলেই
হঠাৎ করে বুজবে নদী
শব্দের বীজ গড়বে বসত
এরই তো নাম অগ্রগতি।

গুটিয়ে নিলে বিশাল ডানা
আমরা বুঝি অনাথ হলাম
তোমার পূজা অন্যরকম
ঐখানেতে রাখব প্রণাম।

***মধুমিতা ধর***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *