🌹 জলছবি ‌🌹***🌹 অবহেলিত প্রেম ‌🌹(পর্ব-১০) ✍️✍️✍️✍️✍️ তুলিকা

*******‌🌹 জলছবি ‌🌹**********

*******‌***🌹 অবহেলিত প্রেম ‌🌹**********

(পর্ব-১০)

✍️✍️✍️✍️✍️ তুলিকা

কোন একদিন জলছবি আঁকা হবে বেপরোয়া তুলিতে!
আঁকা হবে আকাশের নীল রঙ চুরি করে,
সবুজ বনানী ক্লান্ত হবে একটানা দাঁড়িয়ে থেকে।
চোখের কোণে গলে যাওয়া কাজলে প্রেম খুঁজে ফেরে কোন অচেনা পথিক,
তুমি হাত ধরে পৌঁছে দিয়েছো ভবিষ্যতে……..
অবহেলার আলিঙ্গনে প্রেম খুঁজে মরে কোন ব্যর্থ প্রেমিক;
আজন্মের বন্ধনে মুক্তির স্বাদ তখন স্বপ্নে।
তুমি এসো!
একসাথে এঁকে নেব জীবনের জলছবি,
হৃদয়ের বাঁধভাঙা জোয়ারের জলে।
আকণ্ঠ নোনা জলে ভালোবাসার লাল রঙ কাগজে…………

প্রিয়তমা,
তুমিও কি পেয়েছো অবহেলার স্বাদ আমার রক্তে!
স্বপ্ন দেখো!
সহস্র বাতি জ্বলছে আমার সমাধিতে,
লাল গোলাপ আর আধফোটা রজনীগন্ধা তখন‌ও টাটকা।
ভুল করে তার দু’একটা তোমার এলোচুলে……..
হঠাৎ বৃষ্টিতে ভেসে গেছে কয়েকশো ঘন্টা ধরে আঁকা আমাদের প্রিয় জলছবি!
চিত্রকরের খোঁজ চলছে শহরের অলিতেগলিতে!খোলা হয়েছে আস্ত একটা গবেষণাগার
ভালোবাসার গভীরতা কতখানি ছিল!
হন্যে হয়ে তুমিও খুঁজে চলেছো একযুগ ধরে।

1 thought on “🌹 জলছবি ‌🌹***🌹 অবহেলিত প্রেম ‌🌹(পর্ব-১০) ✍️✍️✍️✍️✍️ তুলিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *