// ভালো থাক বসুধা // পূর্বা মাইতি
// ভালো থাক বসুধা //
পূর্বা মাইতি
আমি তো সে কোন জন্ম থেকে
আশ্রমবাসীর মতো —
পড়শি নদীর কোল থেকে
জল তুলে আনি আশ্রমে।
ফুল তুলে রাখি সাজি ভরে।
গুরু-পাঠ শুনে —
আমি শব্দ দিয়ে মালিকা গেঁথে: গুরুদক্ষিণা দিই–
গুরুর চরণে।
মন্দিরের কাঁসর ঘন্টা জানে–
এ কর্ন কুহর তার অবারিত দ্বার।
ভোরের আজান জানে —
এ অচেতন দেহে সাড়া জাগানোর দায় তার।
হরিরলুটের বাতাসা জানে —
এ হৃদে বাতাসা খাওয়ার থেকে কুড়োতেই আনন্দ।
গোঁসাই!
আমি আর তোমায় কতোবার বলবো,
আমার দীক্ষা যে মানবমন্ত্রে–
তুলসী তসবি –আমার যে সব গুলিয়ে যায় গো!
বসুন্ধরাই আমার গুরু!
শুধু এই জানি গোঁসাই !
ভালো থাক বসুধা!
ভালো থাক সবাই…
ভালো থাক বসুধা
ভালো থাক সবাই…