ডানা কাটা কলমে: মহুয়া ঘোষ

ডানা কাটা
কলমে: মহুয়া ঘোষ

ভালো তো আমিও বেসেছিলাম
তুমুল ভাবে বেসেছিলাম
তুইও পারবি না অতটা উগ্র হতে
বাসের সিটে পাশাপাশি,,,
হাত রাখলি তোর হাত আমার হাতে
শিহরিত হলো সমগ্র অন্তরাত্মা
বললি ভালোবাসি
আমার অন্তরে প্রতিধ্বনিত হলো
আমিওওওও,,,,
সরিয়ে দিলাম সে হাত খানি
তোর মুখ হলো ম্লান
মাথা আনত
বৃষ্টির মত দু চার ফোঁটা
আমি দেখছি না তোর ও মুখ খানা
পারছি না, আমি পারছিনা
বোবায় ধরা আমিটা ভীষণ অসহায়
বলতে চাই অনেক কিছু, অনেক অনেক,,,,
অনেক না বলা কথায় থেকে গেলো
মূখ্য সেই কথা ,,,,,
ভালোবাসি তোকে আমি বড্ড ভালোবাসি
আমার অন্তর বাহিরের প্রকাশ ছিলো বিপরীত মূখী
আজও বাসি,কাল,পরশু আজীবন….অনন্ত….
শিকলে বাঁধা পাখির আর যাই হোক,,,
আকাশ মানায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *