🌹যদি আবার ফিরে আসি‌🌹*(পর্ব-৯)*🌹 অবহেলিত প্রেম ‌🌹 কলমে-নর্মদা চৌধুরী (তুলিকা

******‌🌹যদি আবার ফিরে আসি‌🌹********

*********(পর্ব-৯)************

************‌🌹 অবহেলিত প্রেম ‌🌹***********

কলমে-নর্মদা চৌধুরী (তুলিকা)

একটা সম্পূর্ণ আকাশ চাওয়া মেয়েটিও নিজের আশ্রয় খোঁজে কংক্রিটের চার দেওয়ালে!
নিরাপত্তার চাদরে নিজেকে নিঃস্ব করে বেঁচে থাকার লড়াই,
এভাবেই বাঁচার শর্ত হাজার হাজার উমাদের।
তুমি চাইলে যাদের অনায়াসে দিতে পারতে!
নিঃশর্ত বাঁচার সুখ………………….
দিতে পারতে স্বাধীনতার সীমাহীন আনন্দ।
প্রতিদিনের যুদ্ধক্ষেত্রকে বানিয়ে তুলতে
ভালোবাসার উপবনে;
তোমার দৃষ্টিতে বিষ ছিল!
ছিল লোভের লাভাস্রোত, অহংকারের নিকষ অন্ধকার,
এত অন্ধকার ভেদ করে একজন্মে হয়তো সে খুঁজে পাবে না তোমার আলোকিত মানবিক সত্ত্বাকে।
যে সত্ত্বার আর্ত চিৎকারে জেগে উঠেছে
একালের কাত্যায়নী,
ধর্মবৈষম্য-লিঙ্গবৈষম্য-শ্রেণীবৈষম্যের অসম যুদ্ধজয় করে শুধু মানুষের জন্য মানুষ হয়ে বাঁচবে সে।

যার বীরত্বে অকল্পনীয় সুখ অনুভব করবে হিংস্র প্রকৃতিও,
যার মাতৃরূপকে তুমি বারংবার করেছো অপমান আর উপেক্ষা;
দিয়েছো অবহেলিত সময়, ভোগ শেষের আস্তাকুঁড়,
প্রজ্জ্বলিত অগ্নিতে উন্মুক্ত আহুতি।
তবুও পারোনি তাকে পরাস্ত করতে……………
প্রতিবার মৃত্যুর পর ঘটেছে সে শক্তির পূনঃজন্ম।
একহাতে তরোয়াল,
আর অন্যহাতে অভয়মূদ্রা;
জাগ্রত সত্ত্বার পদতলে যেন শায়িত মহাকাল।
সময় দিয়ে যাকে মাপা যায় না কখনো!
অসময়ে ঘটে তার পরিচয়।
মাতৃরূপে-ভগ্নিরূপে-জায়ারূপে দেখেছো তাকে,
কখনো দেখেছো বিধ্বংসী রূপেও!
তবুও সে যুগে যুগে অবহেলিতা, উপেক্ষিতা……..
সভ্যতার ইতিহাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *