কবিতাঃ-বসন্তে জিজ্ঞাসা ✍️ মনোজ ভৌমিক
কবিতাঃ-বসন্তে জিজ্ঞাসা
✍️ মনোজ ভৌমিক
তোর চোখেতে বসন্ত রং
ফাগুন ফাগুন খেলা!
একটু যদি জড়াই তোকে
বল কিসের ঝামেলা!!
ইচ্ছে তো হয় লাগাই রং
আপেল রাঙা ও গালে,
একটুখানি আদর করি
সেই পুরাতন চালে।
ফাগুন এসে লাভ কি বল!
যদি না রাঙে ও মন!!
বসন্ত থাক ক্যালেন্ডারেই!
শুকনো ফুলের বন!!
ফেলবো না ঐ তুরুপের তাস,
খেলবো এ হরতন।
শ্যাম সোহাগী সাজবে রাধা
থাক না সেই গুঞ্জন!
দখিনা বাতাসে ছড়াবে আবির
গাইবে মন অন্তরা,
সাত সুরেতে শোনাবি সে গান
ফেলে দিয়ে একতারা!
পাগল হবে বাউল বাতাস
সাত রঙের বেসাতি!
মন রাঙাবি বসন্ত রঙে
বল না কিসের ক্ষতি?