বিশ্ব কবিতা দিবস উপলক্ষে নিবেদন। অশ্রুকণা দাস।
বিশ্ব কবিতা দিবস উপলক্ষে নিবেদন।
অশ্রুকণা দাস।
কবিতা যেন স্নিগ্ধ সবুজ বনলতা,
কবিতা আমার প্রখর গ্রীষ্মের শীতলতা।
কবিতা কথার মিনারে ভাবের প্রকাশ,
কবিতা ধাঁধার আড়ালে শব্দের বিন্যাস।
কবিতায় পশমের ওম হিমেল বাতাসে,
কবিতা জাগায় প্রেম রঙিন বসন্তে।
ঘন বরিষণে স্বপ্ন মহল গড়ি,
সৃষ্টিসুখে এক আকাশ খুশি।
কবিতা ভুলায় নাবলা কথার ব্যথা,
কবিতায় হাসি-কান্না প্রেম-ভালোবাসা।
কবিতা আমার দরদী মানসপুত্রী,
কবিতায় বয়ে যায় জীবন তরণী।
অশ্রুকণা দাস।