পরিপূরক। নন্দিতা দাস চৌধুরী।

পরিপূরক।
নন্দিতা দাস চৌধুরী।
ধুসর ধূলা চিরকূটে কতো প্রতিশ্রুতি পড়ে থাকে তার ইয়ত্তা নেই,
কিছু প্রতিশ্রুতিতে প্রাকৃতিক নিয়মও গতিশীল,
তোমার হরিয়ালি সৌন্দর্য দিগন্তের ঝর্ণাপথ যতটা সাবলীল ততটাই আমার অদ্রিজা পথের সীমানা,
আমার আনমনা মেঘের কোনো ছবিই তোমার সমুদ্র বুকে স্থির থাকেনা,
জোয়ারের তোপে সমুদ্র যেমন নদীতে ঢুকে পড়ে
তেমনি ভাটার টানে নদীও হুমড়ী খেয়ে আছড়ে পড়ে সাগরের বুকে,
ঐশী প্রেমে সমর্পণের কোনো ছায়া হয়না,
উপল চাপা বর্ষায় বিনুনীর ফাঁদে বেঁধে আমিও তোমার বঙ্কিম চোখের মৃদুলা নেশায় সমর্পিতা,
আকাশের বুকে আশ্রিতা চাঁদ গরবিনী তো বটেই,
চাঁদকে বুকে ধরে আকাশের যে অহংকার সেতো মিছে নয়।