বাংলা আমার ভাষা **** শম্ভু লোধ ****

।।।।।। বাংলা আমার ভাষা ।।।।।।
******** শম্ভু লোধ ********
আমি বাঙ্গালী বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার হৃদয়ের সর্বসুখের আশা
বাংলা আমার প্রেম আমার ভালোবাসা
শয়নে স্বপ্নে দিন যাপনে বাংলা আমার নেশা..
আমি বাঙ্গালী বাংলা আমার প্রাণ ভ্রমরার প্রাণ
বাংলায় লিখি বাংলায় বলি বাংলায় গাই গান
বাংলা আমার মাতৃভাষা এই ভাষাতেই জুড়াই প্রাণ
যতদিন থাকবো ধরায় বাংলায় শুধু মান অভিমান
বাংলা আমার ভাষা, আমার ভালোবাসা, ধ্যানজ্ঞান..
আমি বাঙ্গালী বাংলায় আমার সুখ দূঃখের প্রকাশ
বাংলা আমার আকাশ বাংলাতেই মনের বিকাশ
বাংলাতেই উপভোগ করি প্রেমকাননের অবকাশ
জন্মেছি আমি এই বাংলায় এটাই আমার নিবাস..
নিজস্ব;
২১.০২.২০২২