*বাংলা ভাষা* প্রিয়া গাঙ্গুলী

*বাংলা ভাষা*

প্রিয়া গাঙ্গুলী
____________________

বাংলা ভাষা মধুর ভাষা
বলতে গর্ব হয় ,
এই ভাষাতেই বিবেকানন্দ
করলেন বিশ্বজয়।

ইংরাজিটায় বড্ড ফ্যাচাং
নেই যে তাতে রস
বাংলা ভাষার কলম ধরেই
রবীর বিশ্ব যশ।
এই ভাষাতেই প্রথম ‘ মা’ ডাক,
প্রথম প্রেমে পড়া ,
এই ভাষাতেই প্রথম লেখা
রদবদলের ছড়া।

এই ভাষাকেই আঁকড়ে ধরে
স্কুলের পরিচয়,
অ-আ-ক-খ ,সহজপাঠ
আর
বর্ণপরিচয়।

এই ভাষাতেই বাউল বাঁধেন
জীবনমুখী গান,
সেই সুরে তেই লুকিয়ে থাকে
বাংলা ভাষার টান ।
এই ভাষাতেই রক্তে রাঙা
স্বাধীনতার গান ,
এই ভাষাতেই ‘জয় হিন্দ’
শত শহীদের বলিদান।

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার মাতৃদুগ্ধ
অমৃত সমান।

বাংলা ভাষা মধুর ভাষা
তোমায় ভালোবাসি ,
এই ভাষাতেই লুকিয়ে আছে
শৈশবেই হাসি ।
যতই শুনি অন্য ভাষা
বাংলা ভাষাই সেরা ,
এই ভাষাতেই মায়ের আদর
স্নেহ দিয়ে ঘেরা।

এই ভাষাতেই শুরু আমার
এই ভাষাতেই শেষ ,
বাংলা ভাষা প্রণাম তোমায় ,
বাংলা সোনার দেশ।

প্রিয়া গাঙ্গুলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *