মন ঘোরে নানা মনের চাতালে …. ✍©ডরোথী দাশ বিশ্বাস

মন ঘোরে নানা মনের চাতালে ….

✍©ডরোথী দাশ বিশ্বাস

নিজের প্রয়োজনে পথ চলতে চলতে
কিছু সুন্দর জিনিস চোখে পড়লে থমকে যেতেই হয়।

এই যেমন হলুদ সর্ষে ফুলে রঙীন প্রজাপতির ওড়াওড়ি,

চিলিকার নীল জল কেটে
ডলফিনের নাচ দেখতে দেখতে
এগিয়ে চলা প্রমোদতরীর রঙীন গলুই ছুঁয়ে
ঝুপুস করে একা উড়ে এসে পড়া
সী গালের ডানার ছায়া
আজকাল বড় বেশী নয়নপথগামী।

আরবসাগরকূলে ঢেউএর নবজন্ম ও তাৎক্ষণিক মৃত্যু দেখতে
এ মন আজও অভ্যস্ত যেন!

অথচ একদিন
দূর দিগন্তের কুয়াশার কাছে ঐ নীল পাহাড়ের আত্মসমর্পণ,
সবুজ উপত্যকায় ঝুপ করে লাফিয়ে পড়া
একাকী ছোট্ট বনসই ঝোড়া
দেখতে দেখতে
ভালোবাসার কথা উচ্চারিত হয়েছিলো অবচেতনেই।

আসলে মন ঘোরে নানা মনের চাতালে।

আর আজ সকলের কথা ভেবে চুউউউউউপ।

হে নৈঃশব্দ!
তাই বলে ভেবো না আমি নিজেকে লুকোতে কোন মৌনমিছিলে প্রবেশ করবো।

✍©ডরোথী দাশ বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *