* অবহেলিত প্রেম * কলমে নর্মদা চৌধুরী (তুলিকা)
***🌹 সমর্পণ আজও সমাধির খোঁজে 🌹*****
*******(পর্ব-দ্বিতীয়)**********
** অবহেলিত প্রেম **
কলমে নর্মদা চৌধুরী (তুলিকা)
প্রিয়তমা চেয়ে দেখো,
অন্ধকারে তলিয়ে যাচ্ছে আমাদের তিল তিল করে গড়ে তোলা…….
ভালোবাসার সাম্রাজ্য।
সম্পর্কের জন্ম যেখানে যত সমারোহের সাথে হয়েছিল!
আবেগের প্রতিশ্রুতি ছিল দু’জনের চোখে,
প্রতিশ্রুতির আবেগ আজ শুধুই ফসিল হৃদয়ের দেওয়াল জুড়ে।
উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় প্রেম আজ সমাধিস্থলে,
স্মৃতি রোমন্থনে কেটে যায় দিন-মাস-বছর।
ঘরের আনাচে কানাচে ছড়িয়ে আছে তোমার প্রেমের স্পর্শ,
রান্না ঘরে অকারণের বাসনের শব্দ,
কান পাতলেই আজো ভেসে আসে অগোছালো আমিটাকে পরিপাট্য আমিতে পরিণত করতে চাওয়ার নিরলস প্রচেষ্টায় সারাদিনের………..
কয়েকশো শব্দের বন্যা।
ভেসে যায় বর্তমানের আমি অতীতের আমির পিছনে…………….
মধ্যবিত্ত আমাদের জীবনে বিলাসিতা ছিল না,
ছিল প্রেমিকার চোখে চোখ রাখার অনাবিল আনন্দ!
আজকের বিলাসী জীবন কেড়েছে আমাদের বাঁচার অধিকার!
মৃত হৃদয়ে মর্গে শুয়ে প্রহর গুনছে আমার একান্ত ভালোবাসার মুহূর্তরা।
জীবিত একটা মানুষ শুয়ে আছে মৃত মানুষের বেশে!!
কি মর্মান্তিক সে বেঁচে থাকা!
ভুলের পাহাড় কখন যে অপরাধের নদী হয়ে গেছে;
বুঝতে না পারা আমি আজ ডুব সাঁতারে ব্যস্ত।
মৃত সম্পর্কের বোঝা বয়ে ক্লান্ত প্রেয়সী পাড়ি দিয়েছো পরপারে।
এ পারে আজো অপেক্ষায় দিন কাটে অচেনা এক পথিকের।