নদীমুখ
————————-

আজও তার কথা খুব মনে পড়ে…
নিঃসঙ্গতার এক নদীমুখ, নির্জনতার সাথে যার কথা
বলা নিরন্তর,অনন্তকাল।
যেদিকেই চাই ধীরলয়ের এক নিদ্রিত ঢেউয়ের শরীর
নীরব মূর্ছনায়, যেন বিচ্ছেদের চৌকাঠে দাঁড়িয়ে থাকা।

ভুলে যাওয়া স্মরণীয় সমুদ্রের উপমাগুলো চেয়ে আছে
তীর-ভাঙা শব্দের কাছে ডানা ছেঁড়ার মতো।
নেমে আসা রাত কালো জলের কাছে নতজানু..
বুকফাটা ভয়ের নিঃশ্বাস চাপা চিৎকারে পৃথিবীর সম্মুখ।

খুব মনে পড়ে তার নীল-ঘন মুখ…
বুকের ভেতরে যে রেখে যায় নিমেষের পরিযায়ী মায়া-মমতা,স্নেহের বাঁধন, সম্ভবত: নিবিড় ভালোবাসা।
অস্ফুট গলায় ভেসে থাকা আজীবনের কিছু জর্জরিত
ছবি।

যেদিকেই চাই সেই নদীমুখ একাগ্রতার..
ভালোবাসার আলো ছায়ায় আগলে রাখতে চাই ভীষন
আন্তরিকে..
সব অভিমানের উঁচু-নিচু পাহাড় ডিঙিয়ে একদিন ঠিক ফিরে পাবো হয়তো সেই স্পর্শ…
ফিরে পাবো অনিকেত নদীটার সাহচর্য সায়াহ্নবেলার নির্মিতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *