প্রায় একযুগ ধরে | ডঃ অশোকা রায় |

প্রায় একযুগ ধরে |
ডঃ অশোকা রায় |

অনেক দিন বাদে বৃষ্টি শেষের এক রাতে, যদি খোঁজো আমার মন,
হলদেটে ধানক্ষেতে,
চড়ুইের খড়কুটোর বাসায় মেরো উঁকি নিলর্জ্জ ভাবে|
দেখো শকুনে খাওয়া ভাঙা ডিমের খোলায় তোমার খেলা করা আমার মন মরে পড়ে আছে|
চেতনার ফোটা বকুলে,
বোবা কান্না কি ছায়া ফেলে যাবে?
সজনের ফুল সজল চোখে
চেয়ে থাকে তোমার মুখের দিকে|
মাকড়সার জালে শুকনো মাধবী লতা ছটফট করে|
ধানক্ষেতের মাথার ওপরে রাতজাগা পেঁচা বলে কর্কশ চিৎকারে,
এলো সময়, তবে এতদিন পরে!
তোমার চুলে শশা ফুলের ঝরা কুঁড়ি,
ঝড়ো হাওয়ায় মরা শস্যদানার ওড়াওড়ি|
চোখে পুরাতনী বাতাবীর নেশা|
বিহ্বল হয়ে বলেছ,
সময় গলে গেছে কখন, আঙুলের ফাঁকে |
ভালোবাসা গেছে মরে কৃষ্ণ পক্ষের কাস্তে চাঁদে|
কিন্তু আজো
বেঁচে আছে স্মৃতি শুক্লা চতুর্দশীর চাঁদে|
আজো বেঁচে আছে প্রায় এক যুগ ধরে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *