“আমার একটা জানালা আছে” মৌসুমী মন্ডল
“আমার একটা জানালা আছে”
মৌসুমী মন্ডল
আমার একটা জানালা আছে……
রান্নাঘরের মাঝ বরাবর–
ঈশান কোণের একটু পাশে….
আমার একটা জানালা আছে।
ওই তো আমায় আকাশ দেখায়…..
মন কেমন ….আর বন্দী জীবন……
মুক্তি আমার ওই জানালায়।
মনটা যখন হঠাৎ কাঁদায়,
মুক্তি খুঁজি দূর নীলিমায়….
যখন তখন ধৈর্য্য বাঁধের
অকস্মাৎ ই পাড় ভেঙে যায়…
তখন যেন জানালা আমায়
টানতে থাকে কোলের কাছে।
ফিসফিসিয়ে বলতে থাকে,
“এই জানালায় মুক্তি আছে।”
“মুক্তি তো তোর আম গাছের ওই
হলুদ পাখির ক্লান্ত ডানায়,
মুক্তি পাবি সদ্য ফোটা
পায়রা ছানার দস্যিপনায়।
এই জীবনের সব পরতেই
ছোট্ট খুশি লুকিয়ে আছে।
ভাব দেখি সব অনাথ শিশু
কোন প্রেরণায় আজ ও বাঁচে?
তাই স্বার্থপর এই সমাজটাকে
সরিয়ে দে আজ প্রবল হেলায়
মুক্তি তো তোর আপন আজ ও
রান্না ঘরের এই জানালায়।”
………………মৌসুমী মন্ডল……………..