আমি __তুলি মুখার্জি চক্রবর্তী__

আমি
__তুলি মুখার্জি চক্রবর্তী__
আলো ঝলমল, আকাশ ছোঁয়া হাইরাইজ
দামী ঝাঁ চকচকে গাড়ী, মানুষের স্রোত
এসবে সাজানো ব্যস্ত শহর…. তিলোত্তমা
আর সবুজ মন লালমাটি মাখা… আমি
এখন এ শহরে মায়াবন্দী
সু উচ্চ বিল্ডিং এর সুসজ্জিত ঘরে
সাজানো দামী আসবাবের সাথে
জানলা দিয়ে আকাশ লুকিয়ে নিয়ে আসে
রোদ্দুর, মেঘ, বৃষ্টি, কুয়াশা কে
মাখিয়ে দেয় আমার সারা গায়ে মনে
ওরা লেপটে থাকে কেউ জানতে পারে না
চুপি চুপি ওরা আমাকে নিয়ে যায়
সবুজ ধানক্ষেত, লাল মোরাম রাস্তার পাশ
দিয়ে বয়ে যাওয়া রেল লাইন, কু ঝিক ঝিক করে চলে যাওয়া রেল গাড়ি, কবাডি, খো খো, এক্কা দোক্কা খেলার মাঠ
এসব জমিয়ে রাখা মেয়েবেলায়
ছুঁতে পারি না কিছুতেই
ভারী মন ফিরে আসে তিলোত্তমায়
শুধু দেখি শিশুবেলাও পিছু পিছু দৌঁড়াচ্ছে
আলপথ ধরে রাজপথে আমাকে ছুঁতে
আদুর গায়ে…… খালি পায়ে