সেই গলিটা @ পাপিয়া…

সেই গলিটা
@ পাপিয়া…
~~~
সেই যে সেদিন সেই গলিতে
বিষণ্ণ চাঁদ চুঁয়ে
জ্যোৎস্না ছিল উদাস, তবু
মুক্ত মুকুর ছুঁয়ে।
মেঘ ছিল এক বিকল্প রূপ
ভেতর বুকে পোড়া
মায়ার জালে আড়াল ছিল
বুঝল না আনকোরা।
সন্ধি করে আকাশ ছিল
আশার তারায় ভরা
বুঝেছিল জোনাক ক্ষণিক
বাবুইপাখির ঘড়া।
প্রহরগুলো সজাগ চোখে
কাটিয়েছিল রাত
জুই, গোলাপও সুবাস ঢেলে
চায় নি প্রতিবাদ।
অন্য গলি পায় নি খবর
নিয়ন রাতের আলোর
জ্বলছিল মন, পুড়ছিল প্রাণ
নক্সাকরা ঝালর।