নতুন সভ্যতা //মৌসুমী মিত্র

নতুন সভ্যতা //মৌসুমী মিত্র

প্রত্যেকটা মানুষ এক একটা গল্প উপন্যাস ,
প্রতিটা মানুষের বুকে লেখা থাকে — কিছু ইতিহাস।
ঘাত প্রতিঘাত,জীবন যন্ত্রনা ফুঁড়ে জেগে ওঠা দেহ,—– যেন এক একটা সভ্যতা ।
মনকে দলে পিষে এগিয়ে চলেছে সভ্যতার চাকা ।
ঘর্ষণে আঁকা হয়েছে মুখের বলিরেখা ।
দৃপ্ত পদক্ষেপ — রাজ্য জয়ের বাসনা ।
দু’টো হাতে রক্তাক্ত লোভ লালসা ।
কিছু মন দান খয়রাতে দেবোত্তর সম্পত্তি ,
মুখে প্লাস্টারের পেলবতা ,অসীম প্রশান্তি।
সভ্যতার বিবর্তনে যায়না হারিয়ে— স্বতন্ত্র এক ধারা ।
বাকি জীবন কথা গড়পড়তা,
দ্রোহে সংগ্রামে টিকে থাকা রচে ইতিহাস নতুন সভ্যতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *