শিরনাম: হামিংবার্ড — কলমে: শুভা গাঙ্গুলি

তারিখ:২৫.৩.২১
কলমে: শুভা গাঙ্গুলি
বিষয়: আমি যদি পাখি হতাম

শিরনাম: হামিংবার্ড

আমায় যদি বলতো ভুতের রাজা,
পাখীর কথা আছে তোদের জানা
পাখী বনার ইচ্ছে হলে মন খুলে তাই বল,
উড়বি নাকি নীল আকাশে মেলে বিশাল ডানা।

আমি ভাবি আমার ভীষণ প্রিয়
ছোট্টপাখী হামিংবার্ড এর জাত
আমার দেশে বিরল এই পাখী
শীতের দেশে এরাই পাড়ে পাত।

কেউ কি বলে আমায় করো কাক,
ঝাডুদারের কাজটি নিপুণতম
সাঙ্গ করাই যার জীবনের ধাত,

ছোট্টমজার হামিংপাখী হয়ে
এক জায়গায় আগু পিছু হবো,
হরেক রকম ওড়ার রীতিনীতি
সবাইকে তাক লাগিয়ে দেবো।

এই পাখিটা যে খুব সরল তা ঠিকনয়
বছর বছর সাথী পাল্টায়,
বাচ্চা মানুষ করার নেইকোনো মতি
পুরুষ পাখী ফুর্তিবাজ ই হয়।
নেক্টর আর মধু ই শুধু খায়
মাঝেমধ্যে মুখও বদলায়
একটা খবর সবার তো নেই জানা
পরিযায়ী পাখী ও তারে কওয়া যায়।

একটা গল্প হয়তো জানো সব
ছিলো সে এক অসুস্থ মানব
রোজ সকালে হামিংবার্ড তাকে
নেচে কুঁদে খেল দেখাতো সব।
একাকী সেই রুগ্ন প্রাণীর মন
খুঁজতো তারে দিনপ্রতি দিন
এমনি করে চলতে থাকে বছর

সুস্থ হলো সে রোগী একদিন।
লিখলে সে তার অসুস্থতার কথা
লিখলে মনের অসীম নির্জনতা।

কবি র প্রিয় ছোটো হামিংবার্ড
রোগীর প্রিয় খেলার সাথী আমি
কেন আমায় এমন গড়েছেন
জানেন শুধু তিনি অন্তর্যামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *